শিক্ষাই জাতির মেরুদণ্ড। তৎকালীন পাকিস্তান সরকারের বৈষম্যমুলক নীতির কারণে গোটা বাংলাদেশ তথা এ অঞ্চলের শিক্ষায় পিছিয়ে পড়া মানুষের শিক্ষার দ্বার উন্মোচন করার জন্য ০১/০১/১৯৫৭ ইং সালে তাম্বুলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। তৎকালীন ইউপি চেয়ারম্যান জনাব শাহাব উদ্দীন প্রামানিক এর উদ্যোগে জনাব আব্দুস ছামাদ, শমসের আলী, আঃ গনি সরকার সহ আরও অনেকের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়। প্রতিষ্ঠানটি ১/১/১৯৬১ ইং সালে (জুনিয়র) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এবং পরবর্তীতে ৩০/০৯/১৯৬৮ইং মাধ্যমিক বিদ্যালয় হিসাবে পাঠদানের অনুমতি লাভ করে। প্রতিষ্ঠা লগ্নে প্রতিষ্ঠাতা জনাব শাহাব উদ্দীন প্রামানিক সাহেবের নিজের একটি টিনের ঘরে পাঠদান শুরু হয় এবং পরবর্তীতে ধীরে ধীরে অবকাঠামো বৃদ্ধি হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির ২টি অফিস রুম ১২টি শ্রেণী কক্ষ ১টি গ্রন্থাগার ০১ টি হলরুম, ০১ টি কম্পিউটার কক্ষ, ০১ টি কমন রুম সহ পর্যান্ত পরিমাণ ওয়াশ রুম আছে । প্রতিষ্ঠানটি জমির পরিমাণ-১’
Total Visitors:
Current Users: